পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে নেত্রকোনা পৌর শহরে বর্ণাঢ্য র্যালি করে কুড়পাড় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে কুড়পার পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
এতে জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডি এলজি) মো. আরিফুজ্জামনসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।
এছাড়াও বিভিন্ন এলাকার কমিউনিটি পুলিশিং সদস্যরা অংশগ্রহন করে। পরে পুলিশ লাইন্সে আলোচনা সভায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সধারন সম্পাদক শামসুর রহমান (ভিপি লিটন), কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সধারন সম্পাদক ছায়েদুর রহমানসহ অনেকেই।