Sunday, December 8, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির ইফতার মাহফিল

নেত্রকোনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির ইফতার মাহফিল

সোহান আহমেদ:
ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেত্রকোনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে জেলা বিএনপি।

বুধবার বিকেলে জেলা বিএনপি’র আয়োজনে পৌর শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয় এ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। মাহফিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহ্বায়ক এম মনিরুজ্জামান দুদুসহ বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ইফতার পূর্ববর্তী সময়ে দেশ জাতির শান্তি, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে জেলা শহরে বিভিন্ন এলাকার ছাত্রদল-যুবদলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments