“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” এই স্লোগানে নেত্রকোনায় গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে আজ মঙ্গলবার রাতে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই উৎসব উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল।
শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে গণজাগরণের শিল্প আন্দোলনকে জোরদার করতে নানা কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস।
কালচারাল অফিসার তমাল বোসের পরিচালনায় উৎসবে শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ গান নৃত্য আবৃত্তি পরিবেশন করে।
শিল্প সস্কৃতির মাধ্যমেই মানবিক সমাজ গড়ে তোলা যায় উল্লেখ করে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক নেতা অধ্যাপক সরোজ মোস্তফা।