শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় গৃহবধুর লাশ উদ্ধার স্বামী আটক 

নেত্রকোনায় গৃহবধুর লাশ উদ্ধার স্বামী আটক 

কে, এইচ, এম, নূরুল আলম কামাল
নেত্রকোনার সদর উপজেলার সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের সন্দেহ হলে নিহতের স্বামী রমজান মিয়াকে আটক করেছে পুলিশ। গৃহবধুর বাবার দাবি স্বামীর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুধবার (৫ ফেব্রæয়ারী) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ। এর আগে মঙ্গলবার (4 ফেব্রæয়ারী) রাতে আমতলা পোড়াবাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ।
নিহত সালমা আক্তার সদর উপজেলার আমতলা পোড়াবাড়ি গ্রামের রমজান মিয়ার স্ত্রী ও জেলার মোহনগঞ্জ উপজেলার রানাজিহল গ্রামের আলতু মিয়ার মেয়ে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রমজান মিয়া ও সালমা আক্তার একে অপরকে পছন্দ করে গত আট বছর আগে বিয়ে করেন। পরে উভয় পরিবার তাদের এ সম্পর্ক মেনে নেন। এরপর তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান জন্ম হয়। এরমধ্যে গৃহবধূর বাবা আলতু মিয়া জীবিকা নির্বাহ তাগিদে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরই মধ্যে রমজান মিয়া জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হত। গত এক সপ্তাহ আগে গৃহবধূ তার বাবার কাছে ঢাকায় বেড়াতে যান। স্বামীর ফোন পেয়ে গতকাল মঙ্গলবার ঢাকা থেকে নেত্রকোনায় আসেন। রাতে গৃহবধুর স্বামীর বসতঘর থেকে তার পরিবারের লোকজন ডাক চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এসে গৃহবধূর নিথর দেহ দেখতে পান। পরে তাদের সন্দেহ হলে নেত্রকোনা সদর মডেল থানায় খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে তার স্বামীর রমজান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। বুধবার বিকেলে বড়দের ময়নাতদন্ত করা হয়।
গৃহবধূর বাবা আলতু মিয়া জানান, সালমা গত এক সপ্তাহ আগে ঢাকায় আমার বাসায় বেড়াতে যায়। আমি বেশ কিছু টাকা ঋণ করে এলাকা থেকে চলে গিয়েছি।
এসব ঋণের টাকা বিভিন্ন মাধ্যমে পরিশোধ করছি। আমার মেয়ে বাড়িতে যাওয়ায় তার কাছে ঋণ পরিশোধ করার জন্য ৪ লাখ টাকা দিয়েছিলাম। পরে রাতে পুলিশ আমাকে ফোন করে জানায় আমার মেয়ে মারা গেছে। আমার মেয়েকে তার স্বামীর শ্বশুর-শাশুড়ি পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
রমজানের বাবা আবুল হাসেমের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কাজী শাহ নেওয়াজ জানান, খবর পেয়ে রাতে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ উদ্ধার করে গৃহবধুর স্বামীর রমজানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments