সোহান আহমেদ কাকন,
নেত্রকোনায় চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে অংশ নিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
রবিবার সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নেত্রকোনা পৌরশহরের ৯ টি ওয়ার্ড থেকে সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ইদি আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
সকালে এলাকাবাসী ও সমর্থকদের নিয়ে নেত্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর বর্তমান প্যানেল মেয়র আমির বাশার ও ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম মহসীন আলম মনোনয়নপত্র দাখিল করেন।
পরে দুপুরের দিকে বিশাল মিছিল নিয়ে নেত্রকোনা পৌরসভায় আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন বর্তমান মেয়র নজরুল ইসলাম খান।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক প্রশান্ত রায়, নূর খান মিঠুসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল মামুন খান রনি মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক, সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালীসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।