সোহান আহমেদ:
নেত্রকোনায় ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পৌর শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অজানা খান মজলিস।
বিভিন্ন জটিল রোগে আক্রান্ত জেলার দুশতজন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়। রোগীরদের হাতে চেক হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
এরআগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল আমিন, সিভিল সার্জন সেলিম মিঞা, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলাউদ্দিন আলালসহ আরও অনেকেই। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটছে। সমাজ সেবার মাধ্যমে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।