নিউজ ডেস্ক :
- জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারাভিযান একটি আন্তর্জাতিক উদ্যোগ যা ২৫ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর শেষ হয়। আন্তর্জাতিক এই উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে বাংলদেশে প্রতি বছর ি বভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে। ‘‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত মুক্ত বিশ^ গড়ি ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় দেশব্যাপি জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারাভিযান ২০২৪ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় পাথফাইন্ডার ইন্ট্যারন্যাশনাল কর্তৃক জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষ্যে ১২ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ে উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে দিনব্যাপি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের মধ্যে ছিল নারীর প্রতি সহিংসতা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়, দলীয় কাজের মাধ্যমে প্রজনন সক্ষম, কৈশোরকালীন, গর্ভকালীন, শিশু ও বৃদ্ধ কালিন সময়ে কি ধরনের নির্যাতন হয়ে থাকে তা চিহ্নিত করা, বালিস খেলার মাধ্যমে নারীদের নিজের জীবনের সাথে ঘটে যাওয়া অথবা প্রত্যক্ষদর্শী হিসেবে দেখা যে কোন নির্যাতন/ সহিংসতা সম্পর্কে জানতে চাওয়া এবং আলোচনা সভা ইত্যাদি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব আব্দুর রউফ সরকার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নেত্রকোণা, জনাব এস.এম.এ সেলিম, প্রোগ্রাম অফিসার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, নেত্রকোণা এবং মির্জা মো: আবুল আসাদ, প্রধান শিক্ষক, মাঘান উচ্চ বিদ্যালয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন পাথফাইন্ডার ইন্ট্যারন্যাশনাল এর ম্যানেজার-জেন্ডার এন্ড এডভোকেসী, ডা: শামিমা পারভীন এবং কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার, শাহনাজ পারভীন জোনাকি। উল্লেখ্য যে, উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের নারী দলের সদস্য এবং স্টুডেন্ট কাউন্সিল এর সদস্যদের নিয়ে মূলত এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের নারী সদস্যগন এবং মাঘান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।