সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় জেলা পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নেত্রকোনায় জেলা পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মির্জা হৃদয় সাগর

নেত্রকোনায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০১ ডিসেম্বর) নেত্রকোনা পুলিশ লাইনসে্ প্যারেড গ্রাউন্ডে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

প্যারেড পরিদর্শনে ডিআইজি পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

পরিদর্শন শেষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান তার বক্তব্যে বলেন পুলিশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত রাখতে এবং স্মার্ট ও আইনী পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই।

এছাড়া প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য অফিসার- ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত গ্র‍্যান্ড মাস্টার প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. সাহেব আলী পাঠান।

এছাড়াও প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নেত্রকোনা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, রিজার্ভ অফিস ও ডিএসবি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে রেঞ্জ ডিআইজি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments