সড়কে মাটিকাটা নিয়ে ঝগড়া ফেরাতে গিয়ে কিল ঘুষিতে নিহত হওয়া রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামের কিশোরের হত্যার বিচার দাবীতে এলাকায় মানববন্ধন করেছে সহপাঠিরা। নেত্রকোনার জেলার পুর্বধলা উপজেলায় মঙ্গলবার দুপুরে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করলে থানার ওসির আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়।
এর আগে সোমবার উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে কাঁচা সড়কে মাটি কাটতে গিয়ে জমির মালিক ও প্রকল্প কমিটির সাথে বিরোধ সৃষ্টি হয়। তাদের মধ্যে ঝগড়া থামাতে এগিয়ে যায় জমির মালিক কৃষক আব্দুল হাকিমের ভাতিজা রেজাউল ইসলাম টিটু। এসময় প্রকল্প কমিটির সভাপতি বিল্লাল হোসেনর পক্ষে ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদার ও তার ছোট ভাই সুমন তালুকদারের কিল ঘুষিতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় টিটু। পরে তাকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে গেলে রোমন তালুকদারের বাড়ি ঘরে ভাংচুর করে নিহতের স্বজনরা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করে। এদিকে কিশোরের মা বাদী হয়ে ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
পরদিন আজ মঙ্গলববার দুপুরে আসামীদের শাস্থির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মজিবুর রহমান টেকনিক্যাল স্কুলের পরিচালক, শিক্ষকবৃন্দ ও পূর্বধলা ভোকেশনাল শাখার শিক্ষার্থীসহ এলাকাবাসী। বিক্ষোভকারীরা প্রথমে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি মিছিল বের করে পূর্বধলা থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এরপর থানার সামনের সড়ক বন্ধ করে ১০ মিনিট অবস্থান নিয়ে প্রধান অভিযুক্ত আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানায়।
বিক্ষোভকারীদের দাবীর প্রেক্ষিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম হত্যার প্রধান অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্য গ্রেফতারের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পূর্বধলা উপজেলা পরিষদের সামনে এসে অবস্থান নেয়।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহতেতের মা আয়েশা বেগম বাদী হয়ে রোমন তালুকদারসহ ৯জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আশরাফুল (১৭) ও মুঞ্জুরুল (৫০) নামের দুই জনকে আটক করা হয়েছে।