সোহান আহমেদ কাকন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে খাদ্য বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের ফজলুর রহমান খোকন সহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এতে ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী। এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহ সভাপতি ফারদিন চৌধুরী রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকছেদুল আলম রাজীব, সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের আহ্বায়ক ঝুনু খান মিল্কি,যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা সামাজিক কার্যক্রমে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।