নেত্রকোনা-দুর্গাপুর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মজনু মিয়া (৩৮) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত চালক জালাল মিয়া চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দিনের বেলায় দুর্ঘটনাটি ঘটলে রাতে মজনু মিয়া মারা যান।
নিহত মজনু মিয়া দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, পুর্বধলার ঝানজাইল বাজার থেকে মোটরসাইকেলে দুর্গাপুর যাচ্ছিলেন তারা।
এসময় গোদারিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে দুজন রাস্তায় পাশে ছিটকে পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
সেখান থেকে চিকিৎসক ময়মনসিংহে পাঠায়। এরপর রাতে চিকিৎসাধীন অবস্থায় মজনু মিয়ার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, জালাল মিয়া মোটরসাইকেল চালাচ্ছিল আর মজুন মিয়া পিছনে বসা ছিলো। রাস্তায় দূর্ঘটনা ঘটলে ময়মনসিংহের হাসপাতালে মজনু মারা গেছে।