Saturday, October 12, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় ট্রাক ভর্তি ভারতীয় চিনি জব্দ ॥ চালক পলাতক

নেত্রকোনায় ট্রাক ভর্তি ভারতীয় চিনি জব্দ ॥ চালক পলাতক

নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তায় পাচারকালে ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে মডেল থানার পুলিশ। শুক্রবার সকালে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি জব্দ করে। তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক কররে পারেনি পুলিশ।

এদিকে ট্রাকে কতগুলো বস্তা রয়েছে তা জানা সম্ভব হয়নি। এদিকে চালক সহ ট্রাকের সাথে থাকা ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
জানা গেছে, ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। পুলিশের সহয়তা সাংবাদিক পরিচয় ধারীদের যোগশাজসে পাচারকারী চক্র এখনো সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। রমরমা ব্যবসায় আওয়ামীলীগের জেলার সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন সহ স্থানীয় এমপি পুলিশ সুপার, সাবেক সেনা সদস্যসহ নামধারী একাধিক সাংবাদিক সাংবাদিক জড়িত থাকায় গোয়েন্দারা ধরিয়ে দিলেও গোয়েন্দা সংস্থার উর্ধতন রাও ছাড়িয়ে দিয়েছেন এসকল পাচারকারী চিনি। তারপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সেনা সদস্যরা এই চোরাচালান বন্ধে তৎপর হলেও থেমে নেই চিনির ব্যবসা। ভারত থেকে বাংলাদেশের সীমান্ত গ্রামে আনার পর বিভিন্ন পয়েন্টে চিনির বস্তাা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সহযোগিতায় মডেল থানার পুলিশ চিনি ভর্তি ফেলে যাওয়া ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে মডেল থানার দারোগা এস আই জলিল জানায় গোপন সংবাদের খবরে তারা ট্রাকটি জব্দ করেন।


চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে। তবে চালককে পাওয়া যায়নি বলে দাবী করেন বিগত সময়ে মামলা নিয়ে হয়রানীসহ নানা অভিযোগে বিভিন্ন স্থানে বদলি হয়ে আবারও মডেল থানায় ফেরত আসা এই পুলিশের সদস্য।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments