নেত্রকোনার দুর্গাপুরে গোদারিয়া চৌরাস্থা এলাকায় একটি ফার্মে ডাকাতিকালে পাহাড়াদার খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার দোলন মিয়া (২৮), আ. মান্নান (৪২) ও আব্দুল আউয়াল আবাল (৩২)। এ নিয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সোমবার বিকালে ও রাতে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে দোলন মিয়া (২৮) নামের এক ডাকাতের স্বীকারোক্তি মূলক জবান বন্দী গ্রহণ করে বাকী দুজনকে গ্রেফতার করা হয়।
এসময় তিনি আরও জানান, ৭ জনের একটি ডাকাত দল পূর্বপরিকল্পনা করে হাবিবুল্লাহর ফিশারীজ এন্ড ডেইরী ফার্মে তারা ডাকাতির সময় পাহাড়াদার জয়নাল উদ্দিন (৫৫) কে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে ৭ টি গরু নিয়ে যায়।
গত ৬ মার্চ সকালে স্থানীয়রা গিয়ে জয়নাল উদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এরপর ৮ মার্চ নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে দুর্গাপুর থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করমামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনার ৫ দিন পর তিন ডাকাতকে গ্রেফতার করে।