দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিছন্নতা সপ্তাহের ২০২৩ উদ্বোধনী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে নয়টায় ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে।
এতে জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের উর্ধতন ও প্রতিনিধিগণ অংশ নেয়।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনায় ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, পৌর মেয়র নজরুল ইসলাম খান,প্যানেল মেয়র এস এম মহসীন আলম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীরসহ অন্যরা।