পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের দায়ের কুপে জায়েদ আলী (৪২) নামের ব্যক্তি খুন। তিনি উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। রবিবার বিকালে বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বানিয়াপাড়া এলাকার আব্দুস সালামের সাথে প্রথমে ঝগড়া হয় বিকালে। পরে এক পর্যায়ে সালামের ছেলে এমদাদুল এসে ধারালো অস্ত্র দিয়ে কুপ দিয়ে জখম করলে ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান। দুজনের মধ্যে পূর্ব শত্রুতা ছিলো বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ওসি সহ পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।