রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
27.1 C
Netrakona
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনায় দুইশত জনকে সমাজ সেবার এক কোটি টাকা প্রদান

নেত্রকোনায় দুইশত জনকে সমাজ সেবার এক কোটি টাকা প্রদান

নেত্রকোনার দুশ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার বেলা ১২ টায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে চেক বিতরণে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। জেলা সমাজ সেবা কার্যালয়ে আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে তালিকাভুক্ত দুশ জন রোগীকে প্রতিজন ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি টাকা প্রদান করা হয়।

চেক বিতরণ পূর্বে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments