নেত্রকোনায় দুর্যোগে স্থায়ী আদেশাবলি বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নহাওরাঞ্চল খ্যাত দুর্যোগ প্রবন এলাকা নেত্রকোনায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) ২০১৯ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় কেয়ারের নিরাপদ কর্মসূচি এই কর্মশালার আয়োজন করেছে। জেলার খালিয়াজুরী ও মদন উপজেলা নিয়ে দুর্যোগ প্রশমণ বিষয়ক কি ধরনের উদ্যোগ নেয়া যায় এ নিয়ে আলোচনা করা হয়।
এতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকারের সঞ্চালনায় দুর্যোগ প্রবন এলাকার চিত্র তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে রিসার্চ উপস্থাপন করেন, কেয়ার বাংলাদেশ নিরাপদের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাশেদুল হাসান। এতে অংশ নেয়া সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ তাদের নানা সুপারিশ তুলে ধরেন।
আলোচনা করেন, নেত্রকোনা পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, সাংবাদিক ও পরিবেশকর্মী আলপনা বেগম, ট্যাকনিক্যাল এডভাইজার লোকমান হোসেনসহ অন্যরা