নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৬ আসামিকে কোর্টে হাজির করলে জেল হাজতে প্রেরণ করেছে বিচারক।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে সেলিনা আক্তার হত্যা মামলার আসামিদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আমলি আদালত আটপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আটপাড়া থানার উপ পরিদর্শক রুহুল আমীন সাত দিনের রিমান্ড আবেদন করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের কাছে।
বিচারক আগামী রবিবার ২৮ জানুয়ারি শুনানির দিন ধার্য্য করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে ময়মনসিংহ র্যাব ১৪ উপ পরিচালক (অপারেশনস অফিসার) মো আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম আসামিদেরকে ঢাকার টংগি, গাজীপুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতারের পর গতকাল বুধবার (২৪ জানুয়ারি) আটপাড়া থানায় হস্তান্তর করে।
আটপাড়া থানার পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার বিকালে আসামিদেরকে কোর্টে সোপর্দ করে।
জানা গেছে, আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামে পুর্ব বিরোধের জেরে আসামিরা খোকন মিয়া সহ কয়েকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে আসামি করে।
পুলিশের ভয়ে খোকন মিয়া পলাতক থাকায় তার স্ত্রী সেলিনা আক্তারকে একা ঘরে পেয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় সেলিনা আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় মামলা দায়ের করলে পরবর্তীতে সেলিনাকে আসামিরা পিটিয়ে হত্যা করে। পরে সেলিনার ননদ বেদেনা আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি মামলার পর্যালোচনা করে র্যাব অভিযানে নামে।
এরপর বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করে। এর আগে ২১ জানুয়ারি একই মামলার দুজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।