মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় নানা আয়োজন করেছে জেলা প্রশাসন।
দিনব্যাপী দিবসটি উদযাপনে ফুল দিয়ে শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে সংবর্ধনা, আলোচনা সভা, বিজয় মেলাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি অনুষ্ঠিত হয় কালেক্টরেট প্রাঙ্গণে।
পরে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধাগণ।
এরপর সাতপাই স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষ।
পরে সোমবার সকালে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে প্রথমেই বীর মুক্তিযোদ্ধাদের সামনে গিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ প্রশাসনের উর্ধতনরা ফুল দিয়ে বরণ করে নেন। পরে মঞ্চে এক একজন করে অনুভূতি ব্যক্ত করেন।
এসময় বৈষম্যবিরোধী সমন্বয়ক, নাগরিক কমিটি, ছাত্রদলের নেতা কর্মীরাও বৈষম্য বিরোধী দেশ গঠনে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মান্নান তালুকদার সহ জেলার বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা বিএনপির আহবায়ক ডাক্তার আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালি, সাবেক জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সালাহউদ্দিন খান মিলকি, সাবেক ছাত্রনেতা এস এম মুসা, এস এম মনিরুজ্জামান দুদু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারওয়ার আলম এলিন, সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।