বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
22.1 C
Netrakona
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় নারীর অধিকার ইস্যুতে লোকগীতি ও পথনাটক

নেত্রকোনায় নারীর অধিকার ইস্যুতে লোকগীতি ও পথনাটক

নেত্রকোনায় গ্রামীণ পর্যায়ে সচেতনতার লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত এবং নারীদের প্রতি বৈষম্য নিরাসনে লোকগীতি ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এই পথনাটকের আয়োজন করে।
অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মার্জিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে বাল্যবিবাহ বন্ধ, যৌন নিপীড়িনসহ নারী নির্যাতন প্রতিরোধ ও বৈষম্য নিরশনে লোকগীতি এবং পথনাটকের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সংস্কৃতিকর্মী জুয়েল রানার রচনা ও নির্দেশনায় নাটকে লোকগীতি পরিবেশন করেন বাউল শিল্পী গোলাম মৌলা। এ সময় শিশুদের নিয়মিত বিদ্যালয়ের প্রেরণ এবং নারী স্বাস্থ্য ও সামাজিক সচেতনতায় নানা পরামর্শ দেওয়া হয় গানের মাধ্যমে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশন তুলে ধরে নারী প্রগতি সংঘ ও স্থানীয় শিল্পীগোষ্ঠী।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments