নেত্রকোনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ষ্টিয়ারিং কমিটির যষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(২০ ফেব্রুয়ারী) নেত্রকোনা পৌর শহরের পূর্ব কাটলী এলাকায় বিএনপিএস এমএফটি প্রশিক্ষণ কক্ষে
“গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কতৃর্ক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে স্কুল পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে সক্রিয়করণের জন্য জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের সাথে আলোচনা, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি আইনী সহায়তা প্রাপ্তিতে জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে মতবিনিময় এবং জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারীদের নিরাপদ আশ্রয়ের জন্য শেল্টার হোম স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ষ্টিয়ারিং কমিটির সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী ও কমিটির সমন্বয়কারী উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ।
এতে বক্ত্যব রাখেন, লেখক প্রাবন্ধিক চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, নারী ও শিশু দমন ট্রাইবুনাল এর পিপি এডভোকেট নুরুল কবীর রুবেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা, নেত্রকোনা মডেল থানার নারী শিশু সহায়তা ডেক্সের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক শারমিন আক্তারৃ, শিক্ষক শিউলি চক্রবর্তী, মহিলা পরিষদ নেত্রী ঊষা রানী রায় প্রমুখ।