সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলাতেও মোতায়েন করা হয়েছে।
জেলার ৫ টি আসনের ১০ টি উপজেলার মধ্যে সীমান্ত দুই উপজেলা বাদে মোট আটতিতে নির্বাচন কালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
সিলেট ক্যান্টমেন্ট থেকে নেত্রকোনা সাতপাই স্টেডিয়াম মাঠে আট উপজেলার জন্য সেনাবাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছে।
প্রতি উপজেলায় ৪০ থেকে ৫০ জন করে দায়িত্ব পালন করবে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আশিক নূর।
সীমান্ত উপজেলায় বিজিবি থাকবে বলেও জানান তিনি।
বুধবার শহরের মোক্তারপাড়া, ছোট বাজার সহ বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীর প্লাটুন। দুটি করে প্লাটুন শহর প্রদক্ষিণ করে।
জেলার নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) সীমান্ত উপজেলা থাকায় সেখানে সেনাবাহিনী যাবে না।
এছাড়া নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসন, নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসন, নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন ও নেত্রকোনা ৫ (পুর্বধলা) আসনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
এছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, র্যাব রয়েছে।