Saturday, September 14, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় পরিবেশ নিয়ে বাপার মত বিনিময়

নেত্রকোনায় পরিবেশ নিয়ে বাপার মত বিনিময়

“সবুজ গাছ সবুজ প্রাণ গড়বে সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ” এই স্লোগানে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আয়োজনে শহরের কুড়পাড় এলাকায় ডিএইচকের অস্থায়ী কার্যালয়ে রবিবার সন্ধ্যায় মত বিনিময় সভায় বিভিন্ন সামাজিক ও পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাতীয় যুব কাউন্সিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আইসিটি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খানের সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেছেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির। এতে পরিবেশের ওপর মানুষ সৃষ্ট অন্যায় অবিচার নিয়ে বিশদ আলোচনা করেন বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ।

নেত্রকোনা জেলার বিপন্ন পরিবেশের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, তেলিগাতী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পূরবী সম্মানিত, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান, সিটি কলেজের অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন, আটপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক সাজেদুর রহমান সেলিম, দেশ টিভির সাংবাদিক মাহমুদুল হাসান, মো.মোখলেছুর রহমান, মহিলা উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নুরজাহান বেগম, শেখ হাসিনা ভার্সিটির গ্রীন ভয়েস সমন্বয়ক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, নেত্রকোনা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মগড়া নদীকে রক্ষা করে ঢেলে সাজাতে পারলেই এ অঞ্চলের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে না। একটি জেলার পরিবেশ বিপর্যয় রোধে সকল ধরনের সুবিধা ভোগীদের সমন্বয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে হবে।

অঞ্চল ভিত্তিক জরিপ না করেই শুধুমাত্র নীতি নির্ধারনী পর্যায়ে নিজেরা বসে উন্নয়ন কাজের পরিকল্পনা করলেই চলবে না। যে এলাকার এবং এলাকার মানুষের জন্য করা হবে সেই সকল মানুষদেরকে সম্পৃক্ত করে পরিকল্পনা গ্রহণ করার জন্য অনুরোধ জানান পরিবেশবিদরা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments