মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
35.9 C
Netrakona
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদমোহনগঞ্জ উপজেলানেত্রকোনায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের উদ্যোগে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন

নেত্রকোনায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের উদ্যোগে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন

নিউজ ডেস্ক

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত মাঘান সিয়াধার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উন্নয়নে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের গৃহীত উদ্যোগ এক উল্লেখযোগ্য পদক্ষেপ। ডখঈজ প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা কেন্দ্র ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

উল্লেখযোগ্য নির্মাণ ও সংস্কার কাজের মধ্যে রয়েছে প্রবেশ পথ উন্নয়ন: মেইন গেট থেকে স্বাস্থ্যকেন্দ্রের গেট পর্যন্ত ৬ ফুট প্রশস্ত পাকা রাস্তা নির্মাণ। ছাদ প্যাটেন স্টোন ঢালাই। স্যানিটারি ব্যবস্থার উন্নয়নে ৩টি টয়লেট পুননির্মাণ এবং টাইলস স্থাপন। বিশুদ্ধ পানি সরবরাহে সাবমার্সিবল পাম্প ইনস্টলেশন ও ওয়াটার ট্যাংক স্থাপন। পুরো কেন্দ্রের ইলেকট্রিক ওয়্যারিং। কেন্দ্রের পুরো ভবন রং করা হয়েছে।

নির্মাণ কাজ শেষ হওয়ায় ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে এই উন্নত স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করেন মোহনগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রেজওয়ানা কবির। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আলম ।

মেডিকেল অফিসার ডা. শরিফ আহমেদ, (এমসিএইচএফপি)। পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর, মাহবুব উল আলম ফাইনান্স ডিরেক্টর শিরিল সরকার,মো. প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হায়দার। এ সময় উপস্থিত বক্তারা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, এই উন্নয়ন কার্যক্রমের ফলে কেন্দ্রটি এখন দুর্যোগ-সহনশীল ফ্যাসিলিটি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে গর্ভবতী মা ও শিশুদের মানসম্পন্ন সেবা নিশ্চিত হবে। দুর্যোগকালীন সময়েও সেবা প্রদান সম্ভব হবে। সাধারণ রোগীদের জন্যও উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments