নেত্রকোনা শহরের পুকুরিয়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তিন বছরের শিশুর লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে পূর্ব পুকুরিয়া বেগুনপাড়া এলাকর জহুর আলী মসজিদের পাশে জনৈক খাদিজা আক্তারের পুকুরে কালভার্টের নিচে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে জানান মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক।
তিনি জানান, স্থানীয়রা একটি ছেলে শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। অজ্ঞাত শিশুটির বয়স অনুমান (৩) বছর। কিন্তু কোথা থেকে কিভাবে এসেছে। না কেউ মেরে ফেলে রেখে গেছে তা জানা যায় নি।
শিশুর পরিচয় উদ্ধারে বিভিন্ন মাধ্যমে পোস্ট করা হয়েছে। সকলের সহযোগিতা কামনা করে। আশা করছি দ্রুতই উদ্ধার হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।