সোহান আহমেদ:
সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, বাল্য বিবাহ রোধসহ সামাজিক অপরাধ প্রতিরোধে নেত্রকোনায় জনসচেতনতা মূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সদর মডেল থানার আয়োজনে ৩নং ঠাকুরাকোণা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসচেতনতা মূলক এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এসময় তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে। সমাবেশে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।
এতে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আইনুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার সরকার, কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটি ও ১ নং মৌগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আবুনি, ঠাকুরাকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আহম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুম হাসান জামালসহ আরও অনেকেই।