‘মজবুত হলে পুষ্টি ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চত’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় পুষ্টি ক্যাম্পেইন সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা শহরের রাজুরবাজার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইানস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ে কিশোর কিশোরীদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে ৪০ জন কিশোর কিশোরী এবং ১০ জন শিক্ষককে অন্তর্ভূক্ত করা হয়।
সকালে অনলাইনে ক্যাম্পেইন উদ্বোধন করেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল ওয়াদুদ।
ফলিত পুষ্টি সম্পর্কে দিনব্যাপী তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেন আঞ্চলিক কার্যালয়ের প্রধান সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আলতাফ উন নাহার।
তিনি জানান, নেত্রকোনা কালেক্টরেট উচ্চ বিদ্যালয়, জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজুরবাজার কলেজিয়েট স্কুল ও কৃষ্ণগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশ নেয়। এছাড়াও প্রশিক্ষণে ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক।
এতে খাদ্যাভ্যাস, স্বাস্থকর জীবনযাত্রা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেয়া হয়েছে। পুষ্টি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে আজকের শিশুরাই ভূমিকা রাখবে তাই তাদেরকে এ সম্পর্কে জানাতে এই প্রশিক্ষণ।