শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যা, আটক-২

নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যা, আটক-২

কে, এইচ, এম, নূরুল আলম কামাল 

নেত্রকোনার মোহনগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রাব্বি মিয়া (২৩) নামে এক মাছ ব্যবসায়ী ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় রবিবার মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এর আগে রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া রেলওয়ে স্টেশনের পুকুরপাড়ে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জরিত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাব্বি মিয়া পৌর শহরের টেংগাপাড়ার আনিছ মিয়ার ছেলে। তিনি তার বাবা আনিছ মিয়ার সাথে স্টেশনের রেললাইনের পাশের বাজারে মাছের ব্যবসা করতেন।

আটককৃত দুইজন হচ্ছেন- মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার সবুজ মাষ্টারের ছেলে রাবি মিয়া ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়া।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে সোমবার সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, রাব্বির সাথে সুজন ও রাবির পূর্ব শত্রুতা চলছিল।

রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতেন। রবিবার রাতে রেললাইনের পাশের বাজারে মাছ বিক্রি করছিলেন রাব্বি। এখান থেকে রাত ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে রাব্বিকে ডেকে নিয়ে যায় সুজন, রাবি ও তার লোকজন। রাব্বি সেখানে গেলে  ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, রাতে ঘটনা স্থল পরিদর্শন করেছি। রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে।  নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments