জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর কালজয়ী রণসংগীত তারার ঐ লৌহকপাট গানটি ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের দ্বারা বিকৃতভাবে সুর পরিবর্তনের প্রতিবাদ করেছে নেত্রকোনাবাসী।
আজ শনিবার বেলা এগারোটায় জেলা শহরের ছোট বাজার শহীদ মিনারের সামনের প্রধান সড়কে প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আয়োজন করেছে আমরা একাত্তর নেত্রকোনা শাখা। এসময় প্রতিবাদ সমাবেশ থেকে প্রতিবাদ সংগীত পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা।
এতে জেলার সকল সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে প্রতিবাদ জানায়। এ সময় জেলা শহরের সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাম্মেল হক বাচ্চু।