শিমুল মিলকী
“সত্য ও সুন্দর জীবনের প্রত্যাশা” এই শ্লোগানে নেত্রকোনায় দু’দিনব্যাপী “প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী’র ৪২ বছর পূর্তি উৎসব” শুরু হয়েছে।
আজ সোমবার সকালে শহরের উলিকপাড়ায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কার্যালয়ে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এরপর সংগঠনের সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানসহ শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের কর্মীরা।
পরে প্রত্যাশা সাহিত্যগোষ্ঠী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।