নেত্রকোনায় ফিলিস্তিনে শিশু হত্যার প্রতিবাদে বিভিন্ন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
আজ সোমবার সকালে একাত্ম হয়ে ফিলিস্তিনে শিশু হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
শহরের মোক্তারপাড়া পৌরসভার মোড়ে মানব্বন্ধন কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভ করা হয়েছে।
সাম্রাজ্যবাদ আমেরিকা ইসরাইলীদের সহযোগিতা করে যুদ্ধবাজ পৃথিবী করে দিয়েছে।
এর নিন্দা জানিয়ে জেলার সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় শিশুদের সাথে নির্মমতার বিভৎসতার প্রতি ঘৃণা জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।
গাঁজায় শিশু হত্যার প্রতিবাদ করে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যনার নিয়ে উদীচী, হিমু পাঠক আড্ডা, বারসিক, নারী প্রগতি সংঘ, সেরা, মহিলা পরিষদ, আমরা একাত্তর, পাবলিক লাইব্রেরি, পাঠশালা ব্যান্ড, রক্তদানে নেত্রকোনা, জনউদ্যসহ জেলার সকল সংগঠন একাত্ম হয়ে হত্যাকাণ্ড বন্ধের দাবী জানায়। বক্তারা বলেন, যুদ্ধ থামাও শিশু বাঁচাও।
বিক্ষোভে শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন।
সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আমরা একাত্তর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক সমিতির সম্পাদক কবি সরোজ মোস্তফা, আবু আব্বাস ডিগ্রী কলেজের শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক নাজমুল কবীর সরকার, নারী প্রগতির ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, পাবলিক লাইব্রেরি কার্যকরী কমিটির সম্পাদক আওয়ামী লীগ নেতা মারুফ হাসান খান অভ্র, সাংবাদিক আলপনা বেগম, স্বাবলম্বীর কোহিনূর বেগমসহ অনেকে।
আলপনা বেগম, নেত্রকোনা ২০/১০/২৩ ইং।