নেত্রকোনায় বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।
সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবু সিদ্দিক জানান, সকালে বাড়ির সামনের বিলে বাদাম ক্ষেতে বাদাম তুলতে যায় রাব্বি।
বেলা ১২ টার পর হঠাৎ বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হলে বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়।
বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে পড়ে যায়। বৃষ্টির পর স্থানীয়রা বাড়ির সামনের জমিতে রাব্বি মিয়াকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিধলী বাজার উপ: স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান ইতিমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনিক ভাবে ১১ হাজার টাকা আর্থিক সহযোগিতা করার বিষয়টি প্রক্রিয়াধীন।