Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় বারী সিদ্দিকীর কবের ফুল দিয়ে শ্রদ্ধা

নেত্রকোনায় বারী সিদ্দিকীর কবের ফুল দিয়ে শ্রদ্ধা

উপ মহাদেশের প্রখ্যাত বংশীবাদক সংগীত শিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর ৭ম মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো ভক্তরা।

রবিবার সন্ধ্যায় জেলা সদরের রৌহা ইউনিয়নের কার্লি গ্রামে বারী সিদ্দিকীর তৈরী বাউল বাড়ির আমতলায় শায়িত কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হিমু পাঠক আড্ডা।
প্রতি বছরের ন্যায় সংগঠনের নেতৃবৃন্দ ওই বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন।
এসময় গুনী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন তারা।
সংগঠনের সদস্যরা প্রিয় শিল্পীর স্মরণে নিজ হাতে তৈরী বাউল বাড়িতে আম গাছতলায় শায়িত কবরের পাশে দোয়া মোনাজাত করেন।
পরে পরিবারের সদস্যদের সাথে নিয়ে পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় তারা বলেন, একজন গুণী মানুষের গুণকে নিজেদের মধ্যে ধারণ করতেই তাকে স্মরণে রাখা।
আর তাই মৃত্যুর পর থেকে প্রতিবছর পরিবারের সাথে আবার কখনো পরিবার ছাড়াই স্মরণ করে যাচ্ছে এই সংগঠন।
হিমু পাঠক আড্ডা প্রতিটি গুণী মানুষের গুণ পাঠ করে। ছড়িয়ে দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মে। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার তাগিদেই নেত্রকোনার গুনী শিল্পীদের জীবনি তুলে ধরা উচিৎ মনে করেন তারা। সেইসাথে নিজেদের মধ্যে গুণগুলো নিয়ে আলোচনা সমালোচনা থাকলে এমন মানুষদের কর্ম হারিয়ে যাবে না সমাজ থেকে।
হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের সঞ্চালনায় সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, সুব্রত রায় টিটিু, রোদসী চক্রবর্তী, মীর্জা হৃদয় সাগর, আশরাফুর রহমান অন্তরসহ প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর স্ত্রীর ভাই আব্দুল কাদির বক্তব্য রাখেন।

সাথে ছিলেন কবি সাইদ, পারভেজ, কায়নাত ও রানা খন্দকার সহ অন্যরা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments