সোহান আহমেদ:
প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ পালন করেছে জেলা বিএনপি।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নেত্রকোনা জেলা বিএনপি’র উদ্যোগে পৌর শহরের ছোট বাজারস্ত দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপি’র আহবায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্যসচিব ডক্টর রফিকুল ইসলাম হেলালী সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স।
এ সময় সমাবেশে জেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীর পানিতে ফেলে হত্যার হুমকি প্রদর্শনের প্রতিবাদ জানান। সেই সাথে দেশব্যাপী বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলা মামলা বন্ধেরও জোর দাবি জানান নেতা কর্মীরা।