সোহান আহমেদ:
বাংলাদেশে এখন আর সোজা কথায় কোন কাজ হয় না, এখন শুধুই অবৈধ অর্থ ও অস্ত্রের দাপটে চলে সবকিছু। নেত্রকোনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান। শনিবার দুপুরে শহরের জয়নগর এলাকায় জেলা বিএনপির আহবায়ক ডাক্তার আনোয়ারুল হকের বাসভবনে এক আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০দফা দাবিতে আন্দোলনে রাষ্ট্রকাঠামো মেরামতে রুপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এতে জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানি, কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান সহ সিনিয়র নেতৃবৃন্দ। এদিকে বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় জয়ের বাজার মোড়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উপর হামলা চালায় যুবলীগ ছাত্রলীগের উত্তেজিত নেতা কর্মীরা। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। যদিও তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ।