সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
29.3 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় বিদ্যালয়ের কাছ থেকে ইউপি চেয়ারম্যানকে আটক

নেত্রকোনায় বিদ্যালয়ের কাছ থেকে ইউপি চেয়ারম্যানকে আটক

নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম ওরফে তুহিনকে আটক করেছে মডেল থানার পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিরামপুর এলাকায় হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক হন।

আজহারুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগে সাবেক সদস্য।
তিনি বিরামপুর হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনপ্রিয় প্রধান শিক্ষক। গত সময়ে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বিরামপুর বাজারে একটি কাপড়ের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

পরে এ ঘটনার দুইদিন পর ২১ আগস্ট নেত্রকোনা মডেল থানায় বাইশধার এলাকার বিএনপিকর্মী নুরুল জাহিদ ওরফে জনি বাদী হয়ে আজারুল ইসলামসহ বেশ কয়কজনের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
ওই মামলায় আজহারুল ইসলাম উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে মুক্ত রয়েছেন।
কিন্ত বুধবার সকালে তিনি স্কুলের কাছে পৌঁছলে নেত্রকোনা মডেল থানার পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়া বলেন, আজহারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

কিন্তু অন্য একটি মামলায় তাকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

আটককে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments