নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের রাজুরবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় নির্মানাধীন সড়কের ওপরে থাকা বিদুতের খুঁটি ভেঙ্গে গিয়ে দিনভর বিদুৎবিহীন ছিলো শহরের নিউটাউন এলাকা। রবিবার ভোরে সড়কে চলাচলরত ট্রাকের ধাক্কায় খুটিটি ভেঙ্গে পড়েছে বলে বিদ্যুতবিভাগ ও ন্থানীয়রা জানান।
দিনভর কাজ করলেও সন্ধ্যা পর্যন্ত বিদুৎ সংযোগ মিলেনি ওই এলাকায়। যে কারণে শতাধিক গ্রাহক ভোগান্তিতে ছিলেন। এদিকে খুঁটি অর্ধেক ভেঙ্গে সড়কের ওপরে ঝুলে থাকায় দিনভর গাড়িসহ বিভিন্ন যান ঝুঁকি নিয়ে চলাচল করে।
অপরিকল্পিত সড়ক এবং সড়কের ওপরে থাকা খুঁটির কারণে মানুষের চলাচল বিঘœ ঘটায় স্থানীয় রফিকুল ইসলামসহ অন্যরা বলেন, এর জন্য অপরিকল্পিত নগরায়ন একমাত্র দায়ী। তারা চান নগরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে করা হোক। সড়কের ওপর থেকে বিদ্যুৎ এর খুঁটিগুলো অপসারণ হোক। এদিকে রাতের বেলায় সড়কের সাইডে গিয়ে ট্রাক ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলায় এ দুর্ভোগ হয়েছে বলে স্বীকার করেন নেত্রকোনা বিদ্যুত বিভাগের উপ সহকারী প্রকৌশলী বরুণ ব্যানার্জি। তারা কাজ করছেন দ্রুত ঠিক হয়ে যাবে বলেও জানান।
এদিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো।