নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উৎসব দাস জয় (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে।
তিনি শহরের ছোট বাজারের (মেছুয়া বাজার) ঐতিহ্যবাহী স্টেশনারী দোকান রমা স্টোরের মালিক রতন দাসের একমাত্র ছেলে।
আজ বুধবার দুপুরে নাগড়াস্থ নিজ বাসায় নিজেই আইপিএস মেরামত করার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
ছোট বাজারের সাথের ব্যবসায়ী মিঠুন এ তথ্য নিশ্চিত করে বলেন, জয় বাবার দোকানের ব্যবসায় নিজেই বসতো সকাল বিকাল। অতিরিক্ত গরমে বিদ্যুৎ যাওয়া আসায় নিজেদের বাসায় থাকা আইপি এস ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পুরো ছোট বাজার এলাকার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন জয়। ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারটি। বারবার বাবা মা মুর্ছা যাচ্ছেন।