Sunday, December 15, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় বিশ্ব অটিজম সচেতনতায় অভিভাবকদের নিয়ে আলোচনা

নেত্রকোনায় বিশ্ব অটিজম সচেতনতায় অভিভাবকদের নিয়ে আলোচনা

১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে নেত্রকোনায় অটিজম শিশু অভিভাবক ও সুশীল নাগরিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতা মূলক আলোচনা করা হয়। সভায় সমাজ সেবার উপ পরিচালক আলাল উদ্দিনের সভাপতিত্বে অটিজমদের জীবন মান উন্নোয়নে করনীয় বিষয়ে আলোকপাত করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, এডিসি (সার্বিক) রাফিকুজ্জামান ও এএসপি (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ প্রশাসনের উর্ধতন ও সংশ্লিষ্টরা। আলোচসায় অভিভাবকসহ সমাজের সচেতন নাগরিকদের মানবিক আচরণ দেখানোর ওপর জোর দেয়া হয়।

এতে বিভিন্ন বয়সের অটিজম শিশুসহ অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কয়েকজনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments