সোহান আহমেদ:
নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ অভিযান উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার উকিলপাড়া খাদ্য গুদাম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের সভাপতিত্বে হিসেবে বক্তব্য রাখেন, সানিয়া সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকিসহ আরও অনেকেই।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান জানান, এবছর জেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ৪শ ৮৪ মেট্রিকটন।
সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে ইতোমধ্যেই বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচার প্রচারণাসহ নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।