ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য দেয়া প্রধানমন্ত্রীর ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার থেকে নেত্রকোনার ৮৬ টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় একযোগে বিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে এরই অংশ হিসেবে নেত্রকোনা পৌরসভার ছিন্নমূল হতদরিদ্র প্রায় সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এ সময় অন্যের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এস এম মহসিন আলম, ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জনসহ পৌরসভার সংস্লিষ্টরা।
এসময় পৌর মেয়র নজরুল ইসলাম খান জানান, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহাকে সামনে রেখে নেত্রকোনা পৌরসভার ৯ টি ওয়ার্ডে বসবাসরত প্রায় সাড়ে ছয় হাজার মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সেইসাথে জেলা শহরে বসবাসরত বিত্তবান সকলকেই হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।