সারের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ এনে নেত্রকোনায় ভোক্তা অধিকারে অভিযোগ দায়েরের পর জরিমানা আদায়। আজ বুধবার বিকালে জেলার মদন উপজেলার কাইটাইল বাজারে সরেজমিনে তদন্ত করে ভোক্তা অধিকার। তদন্তে স্বাক্ষ্য প্রমাণ শেষে আনীত অভিযোগ প্রমানিত হলে মেসার্স আলম ট্রেডার্সকে ১০ হাজার টাকা নগদ অর্থ দন্ড করা হয়।
পরে আদায়কৃত টাকার ২৫ ভাগ অর্থ ভোক্তাকে প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. আশিক নুর এবং অভিযান পরিচালনাকারী ভোক্তার সহকারী পরিচালক ওসমান গনী।
বিষয়টি নিশ্চিত করে ওসমান গনী জানান, সদ্য চালুকৃত এপের মাধ্যমে গত ০৮ ফেব্রুয়ারি,২০২৩ তারিখে লিখিত অভিযোগ করেন মদন উপজেলার বাশরী গ্রামের একজন ভোক্তা।
অভিযোগ আমলে নিয়ে সরেজমিন তদন্ত করা হলে অভিযোগ প্রমানিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে বুধবার বিকালে (১৫ ফেব্রুয়ারি) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন মোতাবেক জরিমানার ২৫ ভাগ অর্থ অভিযোগকারীর হাতে তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।