Saturday, November 2, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় মগড়া নদী দূষণ মুক্ত কার্যক্রম শুরু

নেত্রকোনায় মগড়া নদী দূষণ মুক্ত কার্যক্রম শুরু

নেত্রকোনায় পরিবেশ বাদী সংগঠন গুলোর আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মগড়া নদী দূষণমুক্ত কার্যক্রম শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নেত্রকোনা শহরের আনন্দবাজার ব্রীজের নিচ থেকে মগড়া নদীতে ফেলা আবর্জনা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে।
দূষণ মুক্ত করতে নেত্রকোনা পৌরসভার টিম নিয়ে পৌরসভার সচিব পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে জেলা শহরের নদীটির বেশ কয়েকটি স্থান নির্ধারণ করে এই কর্মসূচি নিয়েছে। এটি চলমান রাখার পাশাপাশি আবর্জনা মুক্ত শহর গড়তে বিভিন্ন স্থানে ডাস্টবিন পরিকল্পনা নেয়া হয়। সেইসাথে সাধারণ মানুষকেও সচেতন হতে আহবান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী  পরিচালক মো. আবু সাঈদ, পৌরসভার সচিব মো. ফারুক ওয়াহিদ, পরিবেশ বাদী সংগঠন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান ও শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের উপস্থিতিতে এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এর আগে গত ১৪ আগস্ট মগড়া নদীর পাড়ে মোক্তারপাড়া বৈষম্য বিরোধী প্রজন্ম চত্বরে নদী রক্ষার দাবিতে শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরবর্তীতে সোমবার বিকালে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক শাহেদ পারভেজ সভায় ডেকে স্মারকলিপি ফরওয়ার্ড করে মগড়া নদীর দূষণ নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে কর্মপরিকল্পনা নেয়। মোট ৭ টি কর্ম পরিকল্পনায় পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments