মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও টংক আন্দোলনে মহানায়ক কমরেড মণি সিংহের ৩৪ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সাতদিনব্যাপী মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় মেলার উদ্বোধন করেন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও সিপিবির কে›ন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। এর আগে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মেলা প্রাঙ্গণ থেকে এটি র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এমকেসিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনব্যাপী মেলা ৩১ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৬জানুয়ারী পর্যন্ত।
তবে গত বছর জাতীয় নির্বাচনের কারণে মেলা আয়োজন বন্ধ থাকায় প্রায় দুই বছর পর জমে উঠেছে ওঠা মেলায় প্রায় হাজারো দোকানী আসেন বিভিন্ন এলাকা থেকে। মেলায় আসবাবপত্রসহ তৈজসপত্রের দোকান, শিশুওদের বিনোদনের জন্য নানা রাইড।