Saturday, November 2, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় মনোনয়ন জমা দিয়েছেন ৩৬ জন ১২ জনই স্বতন্ত্র

নেত্রকোনায় মনোনয়ন জমা দিয়েছেন ৩৬ জন ১২ জনই স্বতন্ত্র

নেত্রকোনা জেলার ৫ টি আসনে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছিলেন। তারমধ্যে ৩৬ জনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামীলীগ ৫, জাতীয় পার্টি ৫, জাকের পার্টি ৩, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২, তৃণমূল বিএনপি ৩, ইসলামী ঐক্যজোট ২, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট ১, কৃষক শ্রমিক জনতা লীগ ১, জাতীয় সমাজতান্ত্রীক (জাসদ) ১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ১, স্বতন্ত্র ১২ জন। উল্লেখ্য স্বতন্ত্র ১২ জনের মধ্যে ১১ জনই বিদ্রোহী।

সংসদীয় ১৫৭ নেত্রকোনা ১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন, সংসদীয় ১৫৮ নেত্রকোনা ২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন, ১৫৯ সংসদীয় নেত্রকোনা ৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন, ১৬০ নেত্রকোনা ৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন ও ১৬১ নেত্রকোনা ৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন।

নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ৭ জনের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। বর্তমান সরকারের প্রথম মেয়াদের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (নৌকা), দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (পদত্যাগ) সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল তালুকদারের মেয়ে ও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ছোট ভাই যুবলীগের আহবায়ক মাসুদ খান জনির স্ত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার (স্বতন্ত্র), গোলাম রব্বানী (জাতীয় পার্টি), আফতাব উদ্দিন (স্বতন্ত্র), মো. সমির উদ্দিন (জাকের পার্টি), আহম্মদ সফি (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)।

নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনে ১০ জনের মধ্যে মনোনয়ন জমা দেন ৯ জন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু (নৌকা), সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (স্বতন্ত্র) মানিক চন্দ্র সরকার (জাকের পাটি), মো. আমজাদ হোসেন ঠাকুর (এনপিপি), সুব্রত চন্দ্র সরকার চন্দন (স্বতন্ত্র), মো. ইলিয়াস (ইসলামী ঐক্যজোট), এবিএম রফিকুল হক তালুকদার (বিএনএম) ও মোছা. রহিমা আক্তার (জাতীয় পার্টি), মো. আজাহারুল ইসলাম খান (স্বতন্ত্র)।

নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ১০ জনের মধ্যে ১০ জনই মনোনয়ন কিনেছেন। বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল (নৌকা), আসাদুজ্জামান খান (এনপিপি), মো. সুরুজ আলী (জাকের পার্টি), সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী (স্বতন্ত্র), দ্বিতীয় মেয়াদের সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (স্বতন্ত্র), বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আব্দুল মতিন (স্বতন্ত্র), মো. এহতেশাম সারোয়ার (ইসলামী ঐক্যজোট), মো. জসীম উদ্দিন ভূইয়া (জাতীয় পার্টি), মিজানুর রহমান খান (তৃণমূল বিএনপি), রিগ্যান আহমেদ (কৃষক শ্রমিক জনতা লীগ)।

নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ৫ জনের মধ্যে ৫ জনই মনোনয়ন জমা দেন। নব্বই দশকের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শফি আহমেদ (স্বতন্ত্র), সাবেক এমপি রেবেকা মোমেনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ নির্বাচনে একক প্রার্থী থাকায় ঘোষিত সংসদ সদস্য সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব ও বর্তমান প্রধান বিচারপতির ভাই সাজ্জাদুল হাসান নৌকা), জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান (জাতীয় পার্টি), মো. মুশফিকুর রহমান (জাসদ) ও আল মামুন (তৃণমূল বিএনপি)।

নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসনে ৮ জনের মধ্যে ৬ জন মনোনয়ন জমা দেন। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন (নৌকা), জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ (জাতীয় পার্টি), স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. মিজবাহুজ্জামান চন্দন (স্বতন্ত্র), মো. আনোয়ার হোসেন (স্বতন্ত্র), বর্তমান সরকারের সময়ে নেতাদের সাথে থাকা কর্মী বিশিষ্ট শিল্পপতি মো. আজহারুল ইসলাম সোহেল ফকির (স্বতন্ত্র) ও আব্দুল ওয়াহাব হামিদি (তৃণমূল বিএনপি)।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments