সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
29.3 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন

নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩।

দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গন ৩১ (একত্রিশ) বার তোপধনি অনুষ্ঠিত হয়।

পরে সমাজকল্যান প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু কালেক্টরেট স্মৃতি সৌধে এবং পরে সাতপাই নেত্রকোনা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের নেতৃত্বে প্রশাসন, পুলিশ প্রশাসন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন ।

এদিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ও শামছুর রহমান ভিপি লিটন সাতপাই স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

অন্যদিকে সকাল থেকে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহও শহীদ মুক্তিযোদ্ধাদের সাতপাই স্মৃতি সৌধে স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

পরে সকাল আট টায় নেত্রকোনা সাতপাই আধুনিক ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিনি, ফায়ার সার্ভিস, ও সিভিল ডিপেন্স, কারারক্ষী , স্কুল, কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, শিশু-কিশোর সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্টান কর্তৃক কুচকাওয়াজ এবং শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

কুচকাওয়াজ শুরু করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে।
পরে প্রতিটি কুচকাওয়াজ অভিবাদন জানিয়ে মাঠ ত্যাগ করার সময় তাদের অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

এর আগে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বাণী পাঠ করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ শুরু হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments