নেত্রকোনা যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবসে নানা আয়োজন করেছে জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে জেলা শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ প্রদর্শন হয়। সেইসাথে হারিয়ে যাওয়া গ্রামীণ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পতাকা উত্তোলন ও বেলুন ঊড়িয়ে উদ্বোধনের পর বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
কুচকাওয়াজ প্রদর্শন শেষে এবার ডিসপ্লে প্রদর্শনের পরিবর্তে হাডুডু খেলায় অংশ নেয় কুড়পাড় একাদশ ও নেত্রকোনা ফ্রেন্ডস ক্লাব। খেলায় কুড়পাড় একাদশ বিজয়ী হয়। অন্যদিকে দিবসের প্রথম প্রহরে এবং বুধবার সুর্যোদয়ের পরে সাতপাই স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনতা।
এছাড়াও সকালে কুচকাওয়াজ প্রদর্শন শেষে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।