সোহান আহমেদ:
মানবিক বাংলাদেশ সোসাইটির নেত্রকোনা জেলা শাখার আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করেন মানবিক সোসাইটির সদস্যরা।
এ সময় ছিন্নমূল পথচারীদের মাঝে প্যাকেটজাত ইফতার তুলে দেয়া হয়। পরে শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠের হলরুমে জেলা কমিটির আয়োজনে সংগঠনের সকল সদস্যদের নিয়ে ইফতার পূর্ব দোয়া মাহফিল ও সদর উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন নেত্রকোনা পৌরসভার ২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পৌর পরিষদের প্যানেল অব মেয়র-১ এসএম মহসিন আলম।
এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দিপক ধর গুপ্ত, মানবিক বাংলাদেশ সোসাইটি জেলা শাখার সভাপতি নাজমুন নাহার পপি সাধারন সম্পাদক হৃদোয়ান আহাম্মেদ ফিরোজ,সিনিয়র সহ সভাপতি এস এম মোয়াজ্জেম হোসেন দূর্জয়, নবগঠিত সদর উপজেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেলসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। ইফতার পূর্ববর্তী সময়ে দেশের সমৃদ্ধি ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।