নেত্রসন্তান কবি হেলাল হাফিজের প্রয়াণে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর আয়োজনে শোক ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় শহরের উকিল পাড়ায় আয়োজক সংগঠনের নিজ কার্যালয়ে কবি সাহিত্যিক সাংবাদিকরা অংশ নিয়েছেন।
কবিতা পাঠ ও স্মৃতি চারণের মধ্য দিয়ে কবির প্রতি ভালোবাসা প্রকাশ করেন কবি বন্ধু, স্বজন ও ভক্তরা।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে সম্পাদক মো ওবায়দুল হক রিপনের সঞ্চালনায় কবির সান্নিধ্যে থাকা বিভিন্ন পেশাজীবি, কবি, সাংবাদিকসহ সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শোক ও স্মরণ করে বক্তব্য রাখেন, কবি বন্ধু বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ফ ম রফিকুল ইসলাম আপেল, কবির কনিষ্ঠ সহোদর নেহাল হাফিজ, কবির দেখাশোনায় থাকা কবি শেখ সেলিম, নব্বইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রনেতা এস এম মুসা, কবি সরোজ মোস্তফা, কবি তানভীর জাহান চৌধুরী, কবি এনামুল হক পলাশ, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগম, কবি সাইফুন নাহার, কবি পহেলি দে প্রমুখ।
বক্তারা বলেন, কবি হেলাল হাফিজ এমন এক কবিতা লিখে গেছেন বাংলাদেশ যতদিন থাকবে কবির নাম ততদিন থাকবে।
নিষিদ্ধ সম্পাদকীয় কবিতায় তিনি একাত্তরের যুদ্ধে তারুণ্যের মিছিলকে অনুপ্রাণিত করেছেন।
যা যতবার আন্দোলন হয় ততবার সেই মিছিলের কবিতা সামনে আসে।