নেত্রকোনার কলমাকান্দায় টাকা পাওনাকে কেন্দ্র করে মিলন মিয়া হত্যা মামলার রায়ে মো শাহজাহান মিয়াকে মৃত্যুদন্ড ও অপর আসামী মো. আবুল বাশারকে যাবজ্জীবন করাদন্ড দিযেছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে আসামীদের উপস্থিতিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, টাকা পাওনাকে কেন্দ্র করে জেলার কলমাকান্দা উপজেলার কালাইকান্দি গ্রামের মো মিলন মিয়া দেড় লক্ষ টাকা পেতেন পাশর্^বর্তী দোকানের মো. শাহজাহান মিয়ার কাছে। এ টাকা চাইতে গেলে ২০২০ সনের ২১ ফেব্রæয়ারী মোটর সাইকেল বিক্রি করে পরিশোধের কথা জানায় শাহজাহান। পরের দিন ২২ ফেব্রæয়ারী শাহজাহান মিয়া ও রফিকুল ইসলামের দোকানের পিছনের শুকনো ডোবায় মিলনের গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ওইদিন মিলনের বড় ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে দুজনের বিরুদ্ধে হত্যার অভিয্গো এনে কলমাকান্দা থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে পুলিশ পরের বছর আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানীতে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌশুলী ছিলেন আবুল হাশেম।